Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ঐক্যফ্রন্টের নীতিনির্ধারকদের বৈঠক চলছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৭:৪৪ পিএম

মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের নীতিনির্ধারকদের বৈঠক চলছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে মঙ্গলবারের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে দেশবাসীকে কি বার্তা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া ৭ নভেম্বর প্রধনমন্ত্রীর সাথে ঐক্যফ্রন্টের স্বল্প পরিসরে যে সংলাপ হওয়ার কথা রয়েছে সেখানে প্রতিনিধি হিসেবে করা থাকবেন তাও চূড়ান্ত করা হবে। সংলাপে তাদের দাবিগুলো কি ভাবে উত্থাপন করা হবে এবং কোন কোন দাবিতে তারা অনঢ় থাকবেন সে বিষয়েও চূড়ান্ত হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, এডভোকেট সুব্রত চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন প্রমুখ। এ ছাড়া আ স ম আবদুর রব এবং মাহমুদুর রহমান মান্না নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে মতিঝিলের উদ্দেশ্যে রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে তারাও বৈঠকে যোগদানের কথা রয়েছে।

 

RvZxq HK¨d«‡›Ui bxwZwba©viK‡`i ˆeVK Pj‡Q

we‡kl msev``vZv : gwZwS‡j W. Kvgvj †nv‡m‡bi †P¤^v‡i RvZxq HK¨d«‡›Ui bxwZwba©viK‡`i ˆeVK Pj‡Q| mܨv mv‡o QqUvq ˆeVK ïiæ n‡q‡Q| G ˆeV‡K g½jev‡ii †mvnivIqv`©x D`¨v‡bi Rbmfv †_‡K †`kevmx‡K wK evZ©v †`qv n‡e †m wel‡q wm×všÍ †bqv n‡e| G Qvov 7 b‡f¤^i cÖabgš¿xi mv‡_ HK¨d«‡›Ui ¯^í cwim‡i †h msjvc nIqvi K_v i‡q‡Q †mLv‡b cÖwZwbwa wn‡m‡e Kiv _vK‡eb ZvI P~ovšÍ Kiv n‡e| msjv‡c Zv‡`i `vwe¸‡jv wK fv‡e DÌvcb Kiv n‡e Ges †Kvb †Kvb `vwe‡Z Zviv Abp _vK‡eb †m wel‡qI P~ovšÍ n‡e e‡j ˆeVK m~‡Î Rvbv †M‡Q| W. Kvgvj †nv‡m‡bi mfvcwZ‡Z¡ ˆeV‡K Dcw¯’Z Av‡Qb, weGbwc gnvmwPe wgR©v dLiæj Bmjvg AvjgMxi, W. L›`Kvi †gvkviid †nv‡mb, e¨vwi÷vi gI`y` Avn‡g`, MY‡dviv‡gi mvaviY m¤úv`K †gv¯Ídv gnwmb g›Uz, GW‡fv‡KU myeªZ †PŠayix, myjZvb †gvnv¤§` gbmyi, Av e g †gv¯Ídv Avwgb cÖgyL| G Qvov Av m g Ave`yi ie Ges gvngy`yi ingvb gvbœv wbe©vPb Kwgk‡bi mv‡_ ˆeVK †k‡l gwZwS‡ji D‡Ï‡k¨ iIbv K‡i‡Qb| wKQzÿ‡Yi g‡a¨ ZvivI ˆeV‡K †hvM`v‡bi K_v i‡q‡Q|##   

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ