পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী ৭ নভেম্বর ছোট পরিসরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আবারও সংলাপ করতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তিনি ফের সংলাপে বসার জন্য বলেছেন। তাদের ওই চিঠির প্রেক্ষিতে আগামী ৭ নভেম্বর বুধবার বেলা ১১টায় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সময় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলীয় নেতাদের সাথে বৈঠকে বসেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মোট ৪৩জন নেতা। ওই সভাতে ৭ দফার ভিত্তিতে দাবি তুলে ধরেন ঐক্যফ্রন্ট নেতারা। যদিও ওই আলোচনায় সন্তুষ্ট নয় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এক আলোচনাতে সবকিছু পূরণ হয় না। আরো আলোচনার প্রয়োজন। সেজন্য ছোট পরিসরে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে রোববার চিঠি দেয় ঐক্যফ্রন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।