মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপ করা কঠোর অর্থনৈতিক অবরোধ ওয়াশিংটন তুলে না নিলে তারা আবারো পারমাণবিক অস্ত্র তৈরীর রাষ্ট্রীয় নীতিতে ফিরে যাওয়ার কথা ‘গুরুত্বের’ সাথে বিবেচনা করবে। বছরের পর বছর ধরে উত্তর কোরিয়া দেশের অর্থনীতির পাশাপাশি তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে বৈরিতার অবসান ঘটিয়ে কোরীয় উপদ্বীপকে ঘিরে নতুন একটি শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে গত এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক কর্মসূচির বন্ধ করার ঘোষণা দিয়ে বলেন, তার দেশ এখন থেকে ‘সমাজতান্ত্রিক অর্থনৈতিক নির্মাণের’ ওপর বেশি জোর দেবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবরোধ প্রশ্নে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান না বদলালে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি বিষয়ে দেশটির আগের রাষ্ট্রীয় নীতিতে ফিরে যেতে পারে। শুক্রবার রাতে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এক্ষেত্রে পিয়ংইয়ং তাদের আগের অবস্থানে ফিরে যাওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। খবরে বলা হয়, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া দৃশ্যমান পদক্ষেপ না নিলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর হুমকির একদিন পর পিয়ংইয়ং এ পাল্টা হুমকি দিল। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান স্টাডিজ বিভাগ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে,‘যুক্তরাষ্ট্র মনে করে বারবার নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ নিরস্ত্রীকরণের লক্ষ্যে নিয়ে যাবে- এ ধরনের বোকামির ধারণায় আমরা কেবল হাসতেই পারি।’ এতে বলা হয়েছে, সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞা একসঙ্গে চলতে পারে না। মন্ত্রণালয় বলেছে, এ ইস্যুতে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করতে ব্যর্থ হলে ‘পিয়ংজিন’ নীতি গ্রহণ করা হবে যার অর্থ হলো একইসঙ্গে অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চলবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র যদি তার অবস্থানের কোনো পরিবর্তন না করে তার দাম্ভিক আচরণ অব্যাহত রাখে, আমাদের অব্যাহত দাবি বুঝতে ব্যর্থ হয় তাহলে ডিপিআরকে (ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) গত এপ্রিলে গৃহীত অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টা তার রাষ্ট্রীয় নীতিতে আবার গ্রহণ করবে, যার ফলে আবারও পিয়ংজিন দেখা দেবে।’ রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।