Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গ্ল্যাডিয়েটর টু’ পরিচালনা করবেন রিডলি স্কট

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ব্রিটিশ পরিচালক রিডলি স্কট ২০০০ সালের ‘গ্ল্যাডিয়েটর’ চলচ্চিত্রের সিকুয়েল পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। তারই পরিচালনায় ‘গ্ল্যাডিয়েটর’ ২০০১ সালের অস্কারে ১১টি মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ অভিনেতা (রাসেল ক্রো) বিভাগসহ ৫টি পুরস্কার জয় করে। প্যারামাউন্ট পিকচার্স চলচ্চিত্রটির নির্মাণ তদারক করবে। ‘দ্য টাউন’ এবং আসন্ন ‘টপ গান : ম্যাভরিক’-এর পিটার ক্রেইগ ফিল্মটির চিত্রনাট্য লিখবেন। জানা গেছে কনি নিয়েলসেন রূপায়িত লুসিলার ছেলে লুসিয়াস হবে নতুন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র। প্রথম ফিল্মে সম্রাট কমোডাসের (য়োয়াকিন ফিনিক্স) ভাগ্নে ছিল লুসিয়াস। কমোডাস প্রথম ফিল্মে কেন্দ্রীয় চরিত্রের ম্যাক্সিমাসকে হত্যা করে এবং তার হাতেই নিহত হয়। ২০১২’র ‘প্রমিথিউস’ এবং তার সিকুয়েল ’এলিয়েন : কোভেনেন্ট’-এর পর স্কট সর্বশেষ ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ পরিচালনা করেন। স্কট এখন রেইজ্ড বাই উল্ভস’ নামের একটি টিভি সিরিজ পরিচালনা করছেন; সাই-ফাই সিরিজটি একটি অ্যানড্রয়েড রোবটের গল্প যাকে কয়েকজন মানব সন্তান বড় করে তুলছে। এছাড়া তিনি স্কারলেট জোহানসনের অভিনয়ে আলোকচিত্র সাংবাদিক লিনজি অ্যাডারিয়োর জীবনী নিয়ে নির্মীয়মাণ একটি ড্রামা চলচ্চিত্রের প্রজেক্টে সংশ্লিষ্ট আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্ল্যাডিয়েটর টু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ