Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল মাধ্যমে কাজ উপভোগ করছেন আমায়রা দাস্তুর

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বলিউডের তারকা আমায়রা দাস্তুর ‘ট্রিপ টু’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। তিনি এই ডিজিটাল মাধ্যমে কাজ উপভোগ করছেন এবং জানিয়েছেন এই মাধ্যমে কাজ করা চলচ্চিত্রে কাজ করা থেকে সামান্য হলেও সহজ। ডিজিটাল মাধ্যমে কাজ করার মূল্যায়ন করতে গিয়ে আমায়রা বলেন : “আমার কাছে এই মাধ্যমে কাজ করা চলচ্চিত্রে কাজ করা থেকে সামান্য সহজ মনে হয়েছে কারণ এক শটেই কাজ শেষ করা হয়। চরিত্রে মিশে থাকাও সহজ। চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন শিডিউলে কাজ করা হয়, কখনও তিন বা চার শিডিউলে কাজ করা হয়, তাই চরিত্রের সঙ্গে মিশে থাকা কঠিন হয়ে পড়ে।” আমায়রা (২৫) জানান ‘দ্য ট্রিপ : সিজন টু’র শুটিং মাত্র ২১ দিনে শেষ হয়েছে। তিনি আরও বলেন :”অবশ্যই চলচ্চিত্রের শুটিং থেকে এখানে বিলাসিতার সুযোগ কম তবে অভিজ্ঞতা ছিল উপভোগ্য।” তিনি জানান মাধ্যম হিসেবে এটি একেবারে স্বতন্ত্র। “বক্স অফিসের আয়ের তুলনায় এখানে শোয়ের মূল্যায়ন হয় ভিউ আর লাইক থেকে, এটা আমার জন্য সুবিধাজনক। চলমান অবস্থায়ও এটি সহজলভ্য, একবার দর্শকের ভাল লাগলে আর থামাথামি নেই ভিউয়ারশিপ চলতেই থাকে,” তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমায়রা দাস্তুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ