Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘স্বল্প পরিসরে সংলাপে সম্মত সরকার’

ঐক্যফ্রন্টের বৈঠকে ড.শাহদীন মালিক ও আসিফ নজরুলসহ আইন বিশেষজ্ঞরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৭:৪৬ পিএম

স্বল্প পরিসরে সংলাপে বসতে সম্মত সরকার। বর্তমানে যে সব রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে তা শেষ হলে পুনরায় বসার তারিখ জানানো হবে। রোববার ড. কামাল হোসেন স্বাক্ষরিত পুনরায় সংলাপ চেয়ে লেখা চিঠি পাওয়ার পর সরকারের পক্ষ থেকে এমন আভাস দেয়া হয়েছে বলে ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছেন।
স্বল্পপরিসরে সংলাপে সংবিধানের আলোকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হতে পারে তা চূড়ান্ত করতে রোববার সন্ধ্যায় আইন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। ব্যারিস্টার মওদুদ আহমেদের চেম্বারে এ বৈঠক এখন চলছে। বৈঠকে আইন বিশেষজ্ঞদের মতামত নেয়া হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত আছেন ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. বোরহান উদ্দিন, ড. আসিফ নজরুল প্রমুখ। এ ছাড়া উপষ্থিত আছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, ডা. জাহেদুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ