Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও আলোচনায় বসতে চায় ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:২৭ পিএম

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরও আলোচনায় বসতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। দ্বিতীয় দফা সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট।

রোববার সকালেই এই দ্বিতীয় দফা সংলাপের চিঠি আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে পাঠানো হবে। শনিবার রাতে মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “গত ১ নভেম্বর সংলাপ হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্টের সাথে। সেই সংলাপে ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সীমিত পরিসরে আরো আলোচনা হতে পারে।

‘আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেওয়া হবে। যেহেতু উনি বলেছিলেন যে, সংলাপ অব্যাহত থাকবে, স্বল্প পরিসরে আলোচনা হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে চিঠি আগামীকাল সকালে পাঠানো হচ্ছে। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা যাতে না করে ইতিমধ্যে ইসিকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি এই চিঠিতে উল্লেখ থাকবে।’

ফখরুল বলেন, ‘আমরা আশা করব ভবিষ্যতে সংলাপের ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে। আমরা মনে করি, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে এই বিষয়গুলো বিবেচনা করা হবে।’ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাতে সাড়ে ৯টা পর্যন্ত তাদের এই বৈঠকে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ