Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী হার্ট ফাউন্ডেশনের সিসিইউ উদ্বোধন

৪০ লাখ টাকা অনুদান

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ফেনীর রাজাঝির দীঘিরপাড়স্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সিসিইউ সম্বলিত নতুন জরুরি বিভাগ গত শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডেও প্রেসিডেন্ট, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জাহান আরা আরজু। ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কার্যকরী কাউন্সিলের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কার্যকরী কাউন্সিলের সহ-সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকম শাহিদ রেজা শিমুল, বিশিষ্ট নাট্য অভিনেত্রী শমী কায়সার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাজনীতি মূলত গণমানুষের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের অনুসারী আমরা যারা আছি তার প্রতিষ্ঠিত এ দেশে কোনো উন্নয়নের জন্য কোনো দল নেই। উন্নয়ন করার জন্য একটি বিষয় দরকার তা হচ্ছে নিজের আগ্রহ। তিনি বলেন সারা দেশে প্রতিটা জেলায় একটি করে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করবে সরকার। আমাদের ফেনীতে মেডিক্যাল কলেজ এখন সময়ের দাবি। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে সারাদেশে উন্ন্য়নের আরো বেশি জোয়ার বইবে। পরে পরশুরামে উপজেলায় তার বাবা মায়ের নামে করা সালেহ আহাম্মদ চৌধুরী ও হোসনে আরা রানী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের জন্য ৪০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে নতুন স্থাপিত সিসিইউ ও নতুন জরুরি বিভাগ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এতে বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হার্ট ফাউন্ডেশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ