Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামু-কক্সবাজারে এখনো কেউ নৌকার মনোনয়ন পায়নি

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৫:২৮ পিএম

জেল হত্যা দিবস উপলক্ষে রামু আওয়ামী লীগ এক প্রতিনিধি সম্মলন আয়োজন করে। রামুর স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত সবায় সভাপতিত্ব করেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
সমাবেশের উদ্বোধনী বক্তব্যে জাতীয় চার নেতার প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, রামু-কক্সবাজারে আগামী নির্বাচনের জন্য এখনো কাউকে নৌকার মনোনয়ন দেয়া হয়নি।
তবে কেউ কেউ বলছে অমুক তমুক মনোনয়ন পেয়েছেন এ কথা ঠিক নয়।
মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও রামু- কক্সবাজার আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, জনসমর্থন, সাংগঠনিক শক্তি দেখে মনোনয়ন দেয়া হবে।

তিনি বলেন, আজকের এই সমাবেশে রামুর ১১ ইউনিয়নের ৯৯ কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত আছেন।
দলীয় এই নেতাদের বাইরে আশা করি সিদ্ধান্ত নেবেন না।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সম্পাক ও জেলা পরিষদ সদস্য শামসুল আলম মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের সবাপতি-সম্পাদক বৃন্দ।
উদ্বোধনী বক্তব্য শেষে একটি শোক মিছিল বের করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামু-কক্সবাজার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ