Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী থেকে ফিরেছেন আরো ৯১ নারী কর্মী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সউদী আরব থেকে নানাভাবে নির্যাতিত আরো ৯১ নারী কর্মী খালি হাতে দেশে ফিরিছেন। সউদী প্রত্যাগত এসব নারী কর্মীদের কেউ কেউ নির্যাতিত হয়ে রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে অবস্থান করেছিল।
আবার কোনো কোনো নারী কর্মী সউদী পরিবেশের সাথে খাপখাওয়াতে না পেরে রিয়াদস্থ সেইফ হোমে আশ্রয় নিয়েছিল। কোনো কোনো নিয়োগকর্তা খাবার ও বেতনাদি সঠিকভাবে দিতো না বলেও ফেরত আসা নারী কর্মীদের কেউ কেউ অভিযোগ তুলেছে। ঢাকা বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সূত্র জানায়, গত ২৬ অক্টোবর রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে ১৪ জন নারী কর্মী দেশে ফিরেছে। গত ২৮ অক্টোবর রিয়াদ সফর জেল থেকে এমিরেটসের একটি ফ্লাইট যোগে (ইকে-৫৮৬) ৫০ জন নারী কর্মী খালি হাতে দেশে ফিরেছে। গত ৩১ অক্টোবর এয়ার এরাবিয়ার একফি ফ্লাইট (জি ৯-৫১১) যোগে রিয়াদ থেকে ২৭ জন নারী কর্মী খালি হাতে দেশে ফিরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী কর্মী

২৯ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ