পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজনীতিতে অবৈধ ও কালো টাকার খেলা চলছে মন্তব্য করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গালাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা ব্যবসা করতে রাজনীতিতে কালো টাকা বিনিয়োগ করে, তারা নির্বাচিত হয়ে দেশের মানুষের কথা মনে রাখেন না। রাজনীতিতে চলছে কার্যত টাকা খেলা। তাই পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে যুব সমাজকে এগিয়ে আসনতে হবে। গতকাল জাতীয় যুব দিবস পালন উপলক্ষে কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় যুব সংহতির বর্ণাঢ্য র্যালি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানে ব্যবস্থা করা হবে। বর্তমানে যুবকেরা বেকার হয়ে সংসারের বোঝা হচ্ছে। হতাশাগ্রস্থ থেকে নেশাগ্রস্থ হচ্ছে।
জি.এম কাদের বলেন, রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে আদর্শবান যুব সমাজের বিকল্প নেই। তিনি বর্তমান রাজনীতির সমালোচনা করে বলেন, এখন রাজনীতিতে কালোটাকা এবং অবৈধ টাকার খেলা চলছে। যুব সমাজই একটি আধুনিক, উন্নত এবং সম্বৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে পারবে। জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় যুব সংহতি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, যুগ্ম-মহাসচিব, গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক, আমির উদ্দিন আহমেদ ডালু, বাবু নির্মল দাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।