বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুরান ঢাকার বকশিবাজারের সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার খেলার মাঠ রক্ষায় মানবন্ধন করেছে স্থানীয় বাসিন্দারাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল সকাল ১০টার দিকে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘বকশিবাজার মাঠ রক্ষা কমিটির ব্যানারে’ স্থানীয় বাসীন্দাদের পাশাপাশি সরকারী আলিয়া মাদ্রাসা, ড. শহিদুল্লাহ কলেজ, নবকুমার ইনস্টিটিউশন, তিব্বিয়া হাবিবীয়া কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়।
‘এই মাঠ আলিয়া মাদ্রাসার ঐতিহ্য, কারাগারের চক্রান্তে এটি হারাতে চাই না’, ‘মাঠকে রক্ষা করো, শিক্ষা জীবন স্বাভাবিক করো’ ‘মাঠ নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না’- এই ধরনের স্লোগান লেখা ব্যানার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে যোগ দেন।
এলাকাবাসীর অভিযোগ, কারা কর্তৃপক্ষ মাঠটি দখলের চেষ্টা করছে। এর আগে বিভিন্ন সময়ে কারা কর্তৃপক্ষ মাঠটি দখলের চক্রান্ত করে। এ নিয়ে কয়েকবার শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কারা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলেন, কারা কর্তৃপক্ষ মডেল মসজিদ নির্মাণের নামে আবারও মাঠটি দখলের পায়তারা শুরু করেছে। বাসীন্দারা বলছেন, আশেপাশে ৬টি মসজিদ থাকায় নতুন মসজিদের প্রয়োজন নেই। অথচ মাঠটি এলাকার শিশু-কিশোররা খেলাধূলার জন্য ব্যবহার করে আসছে।
স্থানীয়রা বলেন, মাঠটিতে খেলাধূলা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দুই ঈদের জামাত, এলাকার মানুষের জানাজার নামাজের কাজেও ব্যবহার করা হয়। পুরান ঢাকার এক বাসিন্দা বলেন, জন্মের পর থেকে মাঠটি আলিয়া মাদ্রাসার হিসেবে জেনে আসছি। হঠাৎ করে এই মাঠটি কারা কর্তৃপক্ষ নিজেদের বলে দাবি করছে। এটা কোনোভাবে মেনে নেয়া যাবে না। যে কোনো কিছুর বিনিময়ে মাঠ রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে তিনি আহবান জানান।
এ বিষয়ে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, কারা কর্তৃপক্ষকে মাঠের বিষয়ে চিঠি দিয়েছি। ৫৫ বছর যাবত মাঠটি আলিয়া মাদ্রাসা ভোগ-দখল করে আসছে। শুধু তাই নয় বিভিন্ন সময় কারা কর্তৃপক্ষ মাঠটি ব্যবহারে আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে লিখিত অনুমতি চেয়েছে। কিন্তু এখন হঠাৎ করে তারা এই মাঠটি কারাগারের বলে দাবি করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।