বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শত শত কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করে বিদেশে পাচার, প্রতিষ্ঠান ক্রয়ে অনিয়ম, উৎকোচ প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কোহিনুর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সামছুল আলম সই করা নোটিশে তাকে আগামী ৭ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। নোটিশ কোম্পানির বনানীর অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য এসব নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, কোহিনুর ক্যামিক্যাল কোং লিমিটেড ও তার পরিবারের বিরুদ্ধে শত শত কোটি টাকা ঋণ নিয়ে উক্ত টাকা পরিশোধ না করে বিদেশে পাচার, উক্ত প্রতিষ্ঠান ক্রয়ে অনিয়ম, উৎকোচ প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ২০১৭ সালের মে মাসে ওই অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।