মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির এক আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা কিম মিন-কি জানিয়েছেন, পর্যবেক্ষণের মাধ্যমে গোয়েন্দা কর্মকর্তাদের মনে হয়েছে, উত্তর কোরিয়া তার পুঙ্গি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও সোহায়ে উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র সম্ভাব্য পর্যবেক্ষণের জন্য প্রস্তুত করছে। অপরদিকে, খুব শিগগিরই দক্ষিণ কোরিয়ায় সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে পিয়ংইয়ংয়ে তৃতীয়বারের মতো সাক্ষাত করেন কিম এবং মুন। সে সময়ই অদূর ভবিষ্যতে কিম সিওলে সফর করবেন বলে জানানো হয়। তবে ঠিক কবে নাগাদ তিনি সিওলে যাচ্ছেন সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এক বিবৃতিতে মুন বলেছেন, এ বছরই সিওলে সফর করতে পারেন কিম। মুন বলেন, চেয়ারম্যান কিমের রাশিয়া সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফর খুব শিগগিরই হবে। একই সঙ্গে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং কিম জং উনের মধ্যে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন। মুন একই সঙ্গে জানিয়েছেন, আমাদের চোখের সামনেই ট্রাম্প এবং কিমের দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এখন দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রিকরণ সম্পূর্ণভাবে অর্জন করবে এবং কোরীয় দ্বীপে শান্তি নিশ্চিত হবে। অপরদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, সামনের বছরই ট্রাম্প এবং কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা যাচ্ছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।