Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে দাবদাহে জনজীবনে নাভিশ্বাস

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদাতা
গত কয়েকদিন ধরে অব্যাহত ভাবে বয়ে চলছে তাপদাহ। ফলে জনজীবনে নাভিশ^াস। দেখা নেই বৃষ্টির। তারপরেও জীবিকার তাগিদে খাঁ খাঁ রোদে মানুষ কর্মস্থলে বের হচ্ছে। এদিকে একই সাথে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং থেমে নেই। এতে তিক্ত-বিরক্ত বোধ করছে মানুষ। পঞ্চগড়ে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ এ ওঠা-নামা করছে বলে জানা গেছে। বেড়েছে বাসা-বাড়ীতে ফ্রিজের পানির ব্যবহার। গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বাজারে কোমল পানীয় ও ডাবের পানির কদর বেড়েছে। শ্রমজীবীরা কষ্ট হলেও জীবিকার তাগিদে মাঠ-ঘাটে কাজ করছে। এদিকে এই অস্বস্তিকর পরিস্থিতি মানুষের মাঝে এক ধরনের টেনশন বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে পঞ্চগড় সদর আধুনিক হাসাপাতালের আবাসিক চিকিৎসক (অর,এম,ও) এস,এম রাজিউর রহমান (রাজু) বলেন, এই দাবাদাহে মাঠে-ঘাটে বেশি সময় দেয়া ঠিক নয়। কারণ পরিবেশ বা আবহাওয়ার সাথে মানুষের মন-মেজাজের একটি সর্ম্পক রয়েছে। বেশি রোদ-গরম হলে এর প্রভাব পড়ে মানসিকতার উপড়। এ অবস্থায় ডাবের পানি ও ওরস্যালাইন পান করা ভালো। সে সাথে রোদে বাইরে বেশি সময় না কাটিয়ে বাসায় বিশ্রামে থাকা ভালো।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়ে দাবদাহে জনজীবনে নাভিশ্বাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ