রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.একাব্বর হোসেন এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দশ বছরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন নয় খাদ্যে উদ্বৃত্ত দেশের তালিকায় নাম লেখিয়েছে। উন্নয়নের এ ধারা অব্যহত রাখাতে তিনি নৌকায় মার্কায় ভোট দেয়ার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বোরো ধান এবং তিল বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. সাইফুল ইসলাম, কৃষি অফিসার মো. মশিউর রহমান প্রমুখ।
এ আগে একই মঞ্চে জাতীয় যুব দিবস উপলক্ষে একাব্বর হোসেন এমপি বিভিন্ন ইউনিয়নের ৮জন বেকার যুবক-যুবতির প্রত্যেকের হাতে ৪০ হাজার টাকা করে যুব ঋণের চেক তুলে দেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।