Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয় শিল্পী সংঘের টিভি সিটি দাবি

বিনেদান রিপোর্ট: | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

টেলিভিশনের নাটক-টেলিফিল্মের জন্য টেলিভিশন সিটি করার দাবি করেছে অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। সম্প্রতি বিআরটিএর নতুন ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ দাবি নিয়ে হাজির হন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ও সাধারণ স¤পাদক আহসান হাবিব নাসিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শহীদুল আলম সাচ্চু বলেন, আমরা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ভাইসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এবার সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতেও বিষয়টি তুলে ধরেছি। পর্যায়ক্রমে আমরা তথ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। আমরা ছোটপর্দার কাজে গতি আনতে আলাদা একটি সিটির প্রয়োজন বোধ করছি। তিনি বলেন, টিভি নাটকে এখন অনেক ধরনের সংকট চলছে। আমরাও ভালো অভিনয় করছি না, আবার প্রচারের নানা সমস্যা রয়েছে। এগুলো নিয়েই আলোচনা। এছাড়া আমরা চাই একটা টিভি সিটি তৈরি হোক। মন্ত্রী মহোদয় জানিয়েছেন, তারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। কথা দিয়েছেন, টিভি নাটকের জন্য ভালো কিছু কাজের পাশে তিনি থাকবেন। হয়তো সরকারের এ মেয়াদে টিভি সিটির জন্য কাজ শুরু হবে না। কিন্তু পরবর্তী সময়ে এটি অবশ্যই সম্ভব। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, কেরামত মাওলা, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, লুৎফর রহমান জর্জ, মাহফুজ আহমেদ, অপি করিম, গোলাম ফরিদা ছন্দা, তানভীন সুইটি,আহসানুল হক মিনু, চিত্রলেখা গুহ, মনিরা ইউসুফ মেমী, বন্যা মির্জা, নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টিসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ