Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে মোটরসাইকেলসহ নগদ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসি আই নামে একটি ওষুধ কোম্পানির মেডিকেল সার্ভিস অফিসার আনোয়ারুল হক ছিনতাইকারীদের কবলে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাকারীরা ওই কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলসহ নগদ ৩০ হাজার টাকা লুটে নিয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার ৫নং ক্যানেল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীদের কবলে পড়া আনোয়ারুল হক জানান, জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে ঢাকা-সিলেট মহাসড়কযোগে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় মোটরসাইকেল যোগে আসছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার ৫নং ক্যানেল এলাকায় পৌছাবামাত্র ৫/৬ জনের একদল ছিনতাইকারীর মোটরসাইকেলটি গতিরোধ করে। পরে সড়কের পাশের একটি নির্জন স্থানে নিয়ে মোটরসাইকেলসহ তার সাথে নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। সে বাধা দিলে ছিনাতাইকারীরা তাকে পিটিয়ে আহত করা হয়। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। টাকাসহ মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে মোটরসাইকেলসহ নগদ টাকা ছিনতাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ