Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর কত বয়স হলে মিলবে বয়স্ক ভাতা

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে ৮৫ বছর পার হয়ে গেলেও এক বৃদ্ধার বয়স্ক ভাতা মেলেনি। কবে বয়স্ক ভাতা পাইব? মরে গেলে বয়স্ক ভাতা কে খাইব? কান্নায় জর্জরিত হয়ে অসহায় হতদরিদ্র মৃত সাফিজ উদ্দিনের স্ত্রী বৃদ্ধা আবেদা খাতুনের (৮৫) নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। জানা গেছে, শ্রীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের উত্তরপাড়া ওয়াদ্দাদীঘিপাড় গুচ্ছুগ্রামের বসবাসরত বৃদ্ধা বয়স্ক ভাতা না পাওয়ার কারণে অনেক ক্ষোভ নিয়ে অতিকষ্টে দিন যাপন করছেন। তিনি জানান, একাধিকবার পৌরসভায় গেলেও মেয়র ও কাউন্সিলর তার কথার কোনো কথা কর্ণপাত করে না। দিনের পর দিন পৌরসভায় বসে-শুয়ে বয়স্ক ভাতার একটি কার্ডের জন্য অনেক চেষ্টা করেও কোনো ফল পাইনি। বৃদ্ধার ছেলে ভ্যানগাড়ি চালক মোবারক হোসেন জানান, নির্বাচনের সময় নৌকা মার্কার ভোট দেয়ার জন্য ভ্যানগাড়িতে নৌকা মার্কা লাগিয়ে শ্রীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার সময় বিনা স্বার্থে উপস্থিত ছিলাম। আর আমার বৃদ্ধা মাতা বয়স্ক ভাতা পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর কত বয়স হলে মিলবে বয়স্ক ভাতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ