বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিছুদিন পূর্বেও আনসার কর্মকর্তাদের বিষয়ে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও কর্মকর্তাদের ক্ষোভ ছিল। সড়কের গাড়ি থামিয়ে টাকা উঠানো, উপরি নিয়ে দালালদের হাসপাতালে প্রবেশের সুযোগ করে দেওয়া এবং মেডিকেল রিপ্রেজেনটেটিভদের অবাধে প্রবেশের সুযোগ করে দেওয়াসহ নানা অভিযোগ ছিল দীর্ঘদিনের। কিন্তু গত জুনের পর থেকে অনেকটা পরিবর্তন এসেছে হাসপাতালে দায়িত্ব পালন করা আনসারদের মধ্যে। একই সঙ্গে ফিরেছে শৃঙ্খলা। বলছিলাম দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কথা। আর মাত্র কয়েকমাসে হাসপাাতলের ব্যাপক পরিবর্তনের কারিগর বিশ্ববিদ্যালয়ের আনসারদের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) মো. রফিকুল ইসলামের। গত ৩ জুন নারায়নগঞ্জের আদমজী ইপিজেড থেকে বিএসএমএমইউতে যোগদানের পর আনসারদের সাথে বন্ধুত্বসুলভ ব্যবহারের মাধ্যমে সঠিকভাবে কাজ আদায়ের পাশাপাশি ফিরিয়ে এনেছেন শৃঙ্খলা। ইতোমধ্যে তার নের্তৃত্বে বিএসএমএমইউতে রোগীদের কাছ থেকে টাকা, মোবাইলসহ বিভিন্ন দ্রব্যসামগ্রীর চুরি বন্ধ করেছেন। বন্ধ করেছেন পকেটমার, মাদকসেবনকারী-বিক্রেতাদের দৌরাত্ম, দালালদের উৎপাত, হাসপাতালের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট কমিয়েছেন।
পিসি মো. রফিকুল ইসলাম ইনকিলাবকে বলেন, ‘যোগদানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে পরিচালকের সহায়তায় বিএসএমএমইউতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেছি। তিনি এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগীতা চেয়েছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।