Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগী শিক্ষা কর্মকর্তার অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান মিলনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সম্মুখে শিক্ষা কর্মকর্তার অপসারণের ও বিচারের দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষকরা অভিযোগ করেন, দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের বদলি, যোগদান, বকেয়া বিল প্রদান, জিপিএফ, উচ্চতর স্কেলে উন্নীতকরণ, উচ্চ শিক্ষায় অংশগ্রহণ, সার্ভিস বই ফিক্স আপ, কন্টেজেন্সি, ক্রীড়া সংক্রান্ত বিল ও ইউপি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনে ব্যাপক ঘুষ বাণিজ্যে করে আসছেন। কোন শিক্ষিকা তার কাছে কাজে আসলে উক্ত শিক্ষকদের মুঠোফোন সংগ্রহ করে ব্যক্তিগত বিষয় নানা প্রশ্ন করে উত্ত্যক্ত করেন। ওই কর্মকর্তা শিক্ষকদের জ্যেষ্ঠতা এবং কনিষ্ঠতার তথ্য গোপন করে পছন্দসই প্রার্থীদের তালিকা উপজেলা শিক্ষা কমিটির সভায় উপস্থাপন করেন। ডেপুটেশনের ক্ষেত্রেও অনিয়মের আশ্রয় নেন। ডেপুটেশনে দেয়া পুটিয়াখালী স: প্রা: বি: সহকারী শিক্ষক শারীরিক প্রতিবন্ধী প্রদীপ কুমার গোমস্তা বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। তারপরেও অনৈতিক সুবিধা গ্রহণের জন্য আবেদন-নিবেদনের পরেও  তিনি বর্তমান কর্মস্থল থেকে ১১ কিলোমিটার দূরে ডেপুটেশনে দিয়ে আমাকে হয়রানি করে।’  উপজেলার মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলির হওয়ার জন্য আমি আবেদন করার পর অফিস থেকে আমাকে আশ্বস্ত করা হয় কিন্তু এরপর কি হলো কিছুই বুঝতে পারলাম না সেই স্কুলে একজন জুনিয়র শিক্ষককে বদলি করে। একই অভিযোগ উত্তর হোসনাবাদ, দক্ষিণ ভোলানাথপুর, বাসন্ডা, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষকের। উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান মিলন  এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা শিক্ষা কমিটির মতামত নিয়ে বদলির প্রস্তাব পাঠানো হয়। উৎকোচ গ্রহণের বিষয়টি সঠিক নয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতির সভাপতি মো: সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, প্রধান শিক্ষক জেসমিন আক্তার, রুহুল আমিন সোহেল, মো: মোতাহার হোসেন ও শরীফ আলাউদ্দিন খান দুলাল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতাগী শিক্ষা কর্মকর্তার অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ