Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

জীবন বাঁচাতে ঘরছাড়া বিএনপি নেতা

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের গৃহগ্রামে আ.লীগ দলীয় সমর্থকদের হাত থেকে জীবন বাঁচাতে ঘরছাড়া হয়েছে ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি মেম্বার আলম মিয়া। তাকে পেলে তারা খুন অথবা গুম করে ফেলবে এ আশঙ্কায় সে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। জানা গেছে, গত ইউপি নির্বাচনে আলম মিয়া আ.লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছে এ অভিযোগ তুলে সরকারি দলের প্রভাবশালী নেতার চাচাত ভাই পরিচিত তকির নেতৃত্বে প্রায় ৫০ জনের একদল লোক গত ২৬ এপ্রিল রাত ১০টার দিকে আলমের বাড়িতে তাকে তুলে আনতে যায়। এ সময় আলম বাড়িতে না থাকায় তার বাড়িতে ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করে। তার স্ত্রী এগিয়ে আসলে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে প্রভাবশালীরা পুলিশকে ফিরিয়ে দেয় বলে আলম মোবাইলে জানায়। তাছাড়া বিভিন্ন মোবাইলের মাধ্যমে তাকে জীবননাশসহ গুমের হুমকি দিচ্ছে। জীবন বাঁচাতে বর্তমানে সে পালিয়ে বেড়াচ্ছে বলে জানায়। খবর নিয়ে জানা গেছে, গৃহগ্রাম এ মজিদ একাডেমীর নামে আলমের জমি দখল করতে বাধাপ্রাপ্ত হয়ে বর্তমানে নির্বাচনের গরমকে কাজে লাগিয়ে উক্ত জমি দখলের চেষ্টা করছে প্রভাবশালী উক্ত পক্ষ। আর এ কারণেই আলমের ওপর চলছে নানা ধরনের হয়রানিমূলক কর্মকা-।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ