রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দেলদুয়ার (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের দেলদুয়ারে আ.লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের ভাটপাড়া আ.লীগ মনোনীত ইলিয়াস আলী খানের নৌকা প্রতীকের ক্যাম্প পুড়িয়ে দিয়েছে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আতোয়ার রহমান আতিকের সমর্থকরা। এদিকে আ.লীগ বিদ্রোহী প্রার্থী আতোয়ার রহমান আতিকের সমর্থকদের বিরুদ্ধে ঐ ক্যাম্পের রক্ষণাবেক্ষক নরেশ দাশ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আ.লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী ইলিয়াস আলী জানান, ঘটনাটি ঘটিয়েছে আতোয়ার রহমান আতিক নিজেই। নৌকা না পাওয়ায় এবং তার নির্বাচনী অবস্থা আশানুরূপ না থাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, তার পক্ষ থেকে থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। আ.লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) চারবারের চেয়ারম্যানসহ বর্তমান চেয়ারম্যান (আনারস) প্রার্থী আতোয়ার রহমান আতিক বলেন, তাকে হেয়প্রতিপন্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোন একটি পক্ষ ঘটনাটি ঘটাতে পারে। তার দাবি, তার নির্বাচী অবস্থা ভাল। তার সমর্থকদের পক্ষে এ ধরনের ঘটনা ঘটনো সম্ভব নয়। তিনি আরো বলেন, প্রশাসনে সঠিক তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।