Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় দাবদাহে পুড়ছে বাদাম ক্ষেত ফলন বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
পঞ্চগড়ের বোদায় প্রচ- দাবদাহে বাদাম ক্ষেত পুড়ে যাচ্ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা। এলাকা ঘুরে দেখা গেছে, বৈশাখের প্রচ- খরতাপে এ অঞ্চলের মাটি শুকিয়ে গেছে। মাটি শুকিয়ে যাওয়ায় বাদাম ক্ষেতগুলো পড়েছে বিপর্যয়ের মুখে। মাটি শুকিয়ে যাওয়ার বাদাম ক্ষেতগুলো আর বেড়ে উঠতে পারছেন না। খড়ার কারণে বাদাম ক্ষেতে পোকা আক্রমণ দেখা দিয়েছে। বৃষ্টি না হওয়া সহ পোকার আক্রমণে ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে। দু-এক দিনের মধ্যে বৃষ্টি না হলে বাদামের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে বাদাম চাষিরা। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. আল মামুনুর অর রশিদ জানান, চলতি মৌসুমে বাদাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৪০০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪,০০০ হেক্টর। এ অঞ্চলে দিন দিন বাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে।  কিন্তু চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকায় এবং বৈশাখ মাসে সময় বৃষ্টি না হওয়ায় বাদাম ক্ষেতে পোকার আক্রমণ দেখা যাচ্ছে। আমরা কৃষি বিভাগ কৃষকদের পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি এবং কৃষকদের বৃষ্টির জন্য অপেক্ষা না করে সেচ দেয়ার পরামর্শ দিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোদায় দাবদাহে পুড়ছে বাদাম ক্ষেত ফলন বিপর্যয়ের আশঙ্কা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ