Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে নির্বাচন অর্থবহ হবে না’

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ৫:৪৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে এবং আসন্ন নির্বাচনে যাতে অংশ নিতে না পারে, সে জন্য মিথ্যা মামলা দিয়ে তাঁকে সাজা দিয়ে কারাগারে আটক রেখেছে। জামিন পেলেও তাঁকে জামিন দেওয়া হয়নি। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে আটক রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সরকার যা বলছেন আদালতে তার প্রতিফলন হয়েছে। আমরা এ রায় প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, খালেদা জিয়া ও বিরোধী দল ছাড়া আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তাই মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা সরকারকে মানতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে দিতে হবে। তার মুক্তি না হলে কোনও নির্বাচনই অর্থবহ হবে না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আপিল বিভাগে খালেদা জিয়ার সাজা বাড়বে এটা আমরা কখনও আশা করিনি। এটা নজিরবিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এর একমাত্র উদ্দেশ্য হলো, আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে খালেদা জিয়া, বিএনপিসহ বিরোধীদলকে বাইরে রাখা। বিএনপি ও বিরোধী দল ছাড়া আগামীতে কোনও নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। দেশের মানুষ হতে দেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিনে নির্বাচন বন্ধ, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শেখ মুজিবর রহমান, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, রেহানা আক্তার, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ