Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বললেন কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ২:১৯ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তিনি দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সবাইকে নিয়ে একটি সার্বিক ঐক্য চান। তিনি বলেন, সার্বিক ঐক্যের মধ্যে বি চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে তিনি এক মঞ্চে থাকবেন। বুধবার মতিঝিলস্থ তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সংলাপ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এটি দেশের জন্য একটি মাইলফলক। বঙ্গবন্ধুর কন্যা বলেইা তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছেন।

তবে তার রাজনৈতিক অবস্থান জানাতে তিনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। তিনি সেদিন তার রাজনৈতিক অবস্থান জানাতে জেল হত্যা দিবসের আলাচনা সভার আয়োজন করেছেন বলে জানান। সেখানে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। তিনি আভাস দেন, এই আলোচনা সভায় বি চৌধুরীকেও নিয়ে আসবেন।

তিনি আরো জানান, আজ রাতে ডা. কামাল হোসেনকে তিনি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।



 

Show all comments
  • Billal Hosen ৩১ অক্টোবর, ২০১৮, ২:২৫ পিএম says : 0
    দেশের জনগণ যাতে শান্তিতে থাকতে পারে সেই অবস্থা তৈরি হউক। আল্লাহ যেন আপনাদের সবাইকে মিলে মিশে কাজ করার তৌফিক দান করেন।
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ৩১ অক্টোবর, ২০১৮, ৪:৩৭ পিএম says : 0
    হ্যা..আমরা খাটি নির্ভেজাল একটি জাতীয় ঐক্য দেখতে চাই |তা হলে প্রতিহিংসা পরায়ন রাজনীতির অবসান হবে||
    Total Reply(0) Reply
  • sobuj ৩১ অক্টোবর, ২০১৮, ৭:৪২ পিএম says : 0
    আমরা একটি অহিংস রুচিসম্মত রাজনৈতিক সমঅধিকার সম্মত, গনতান্ত্রিক পরিবেশ চাই। আমরা আপনাদের মত বর্শিয়ান দেশপ্রেমী নেতাদের কাছে এই পরিবেশ তৈরীর প্রত্যাশা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের সিদ্দিকী

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ