পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও উত্থাপিত আট দফা দাবি আদায়ে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের সময় মানুষের মুখে কালি মাখানোর ঘটনাকে জঘন্য কাজ। ভিডিও ফুটেজ দেখে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হবে। গতকাল মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, শ্রমিকদের ধর্মঘট চলাকালীন সময়ে তারা (শ্রমিকরা) জঘন্য কাজ করেছে। আমাদের ছেলে-মেয়েদের কালি মেখে দিয়েছে। আমি মনে করি তারা এই জঘন্য কাজটি করে মনুষ্যত্বের পরিচয় দেয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলনের নামে রাস্তায় যারা মানুষ হয়রানি করেছে, যারা অন্যের মুখে কালি মেখেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে। তাদের নামে মামলা হবে।
মন্ত্রী বলেন, নির্বাচনের সময় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। তখন নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে, তারা সেই মোতাবেক কাজ করবে।
পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনী ছিল তারা আগের থেকে এখন অনেক পেশাদার। তাই যেকোনো চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে প্রস্তুত। দেশের মানুষ কখনও জঙ্গিবাদ, সন্ত্রাস পছন্দ করে না। তারা এগুলো রুখতে আমাদের সহযোগিতা করেছে। দেশকে যারা অস্থিতিশীল করতে চাইবে তাদের আইনশৃঙ্খলা বাহিনী যেমন বিচারের কাঠগড়ায় নিয়ে যাবে, তেমনি দেশের মানুষ তাদের ঘৃণার চোখে দেখবে।
মাদকের সাথে কারা অধিদপ্তরের অনেকে জড়িত এই ব্যাপারে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নিয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন এবং আমরা সেই নীতিতেই কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের জেলার মাদক ও অনেক টাকা নিয়ে ধরা পড়েছেন। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে। সে অবশ্যই দোষী সাব্যস্ত হবে এবং অবশ্যই আইন অনুযায়ী তার বিচার হবে। উল্লেখ্য গত রোববার ও সোমবার সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও উত্থাপিত আট দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিকরা ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করে। এ সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে চালকদের ও শিক্ষার্থীদের মুখে পোড়া মবিল মাখিয়ে দেন শ্রমিকরা। ব্যক্তিগত যানবাহনেও কালি মেখে দেয়া হয় এ সময়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।