Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সচল অক্সিজেন যেখানে অচল!

ঝিনাইদহ সদর হাসপাতাল

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

যে দিন আরিফুল ইসলাম আসেন, সে দিন অক্সিজেন লাইন চালু থাকে। না আসলে অক্সিজেন পান না রোগীরা। এমনকি অক্সিজেনের অভাবে রোগীর জীবন বিপন্ন হয়। আরিফুল এ কাজে টেকনিশিয়ান নয়, তিনি আউট সোর্সেংয়ে চাকরি করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয় রোগীদের অক্সিজেন সরবরাহ লাইন নিয়ে এ সব তথ্য দেন। দক্ষ লোকের অভাবে অক্সিজেন গ্যাস সরবরাহ লাইন অচল হয়ে আছে। সব ওয়ার্ডে কিছু কিছু পয়েন্ট চালু থাকলেও লোকবলের অভাবে চালু করা সম্ভব হয়নি। অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর হাসপাতালে। প্রশিক্ষিত লোক নিয়োগ না দিয়েই অক্সিজেন গ্যাস সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। ফলে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত অক্সিজেন গ্যাস লাইন ৬ বছরেই মুখ থুবড়ে পড়েছে। জানা গেছে, ২০১২ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২ কোটিরও বেশি টাকা ব্যয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে অক্সিজেন গ্যাস সরবরাহ লাইন নির্মাণের জন্য কার্যাদেশ প্রদান করে। ঠিকাদার ২০১৩ সালে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে সংযোগ প্রদানের মাধ্যমে কাজটি সমাপ্ত করে চলে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অক্সিজেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ