Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রেডি মারক্যুরির ভূমিকায় অভিনয়ে আতঙ্কিত ছিলেন রেমি মালেক

| প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

‘বোহেমিয়ান রাপসোডি’ জীবনী চলচ্চিত্রে কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মারক্যুরির ভূমিকায় অভিনয়ে আতঙ্কিত ছিলেন রেমি মালেক। ৩৭ বছর বয়সী মিশরি বংশোদ্ভূত হলিউডের অভিনেতাটি জানান প্রথম দিকে তিনি মারক্যুরির ভূমিকায় অভিনয়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গভীরভাবে আগ্রহী ছিলেন। মালেক স্বীকার করেন : “আমার অস্তিত্বের পুরোটাই আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু বলার অপেক্ষা রাখে না, আমার আর কিইবা করার ছিল? এটা তো এক জীবনের জন্য সবচেয়ে বড় একটি সুযোগ। এটাকে তো পাশ কাটিয়ে যাওয়া যায় না।” যতই চাপে থাকেন না কেন রেমি চাইছিলেন তার পারফর্মেন্স যাতে তার পক্ষে যতটা বিশ্বাসযোগ্য করা যায় তা করতে। তিনি সচেতনভাবেই সিদ্ধান্ত নেন মারক্যুরিকে নকল করবেন না। কুইন ব্যান্ডের কিংবদন্তীতুল্য গায়ক মারক্যুরি ১৯৯১ সালে এইডস আক্রান্ত অবস্থায় ব্রংকিয়াল নিউমোনিয়ায় মৃত্যু বরণ করেন। “আমি জানতাম আমি কোনোভাবেই তাকে অনুকরণ বা নকল করব না। আমি ভাবলাম তিনি স্বাভাবিকভাবে যা করতেন আমাকে তাই করতে হবে। আমি অনুভব করেছিলাম তিনি অনুভব করতেন তার জন্য প্রতিটি মুহূর্তই শেষ, তিনি সেভাবেই জীবন যাপন করতেন,” মালেক বলেন। ‘বোহেমিয়ান রাপসোডি’ ২ নভেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ