বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর বিশেষ জজ আদালতের পিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা (৫৮) হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
প্রথম দিনে মামলার বাদী নিহত বাবু সোনার ছোট ভাই সুশান্ত ভৌমিক সুবল ও আরেক ছোট ভাই বিশ্বজিৎ ভৌমিক বিপ্লবের সাক্ষ্য গ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবিএম নিজামুল হক।
এর আগে গত ২১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মালেক এবং আসামিপক্ষে ছিলেন স্টেট ডিফেন্স রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আরিফুল ইসলাম বসুনিয়া।
এর আগে সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মামলার দুই আসামি নিহত বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা ও তার প্রেমিক কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।