মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজের পেশাকে খুব ভালবাসতেন পাইলট ভব্য সুনেজা। মাত্র দুই বছর হলো বিয়ে করেছেন। পেশাগত কারণে পরিবারকে সময় দিতে পারেননি খুব বেশি। বিমান ওড়ানো খুব পছন্দ করতেন তিনি। ব্যস্ত থাকতেন এ কাজেই। পেশাকে ভালবাসাই কাল হল তার জীবনে। ইচ্ছা থাকলেও আর কখনো সময় দেয়া হবে না তাদেরকে, আর কখনো উড়বেন না বিমান নিয়ে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সমুদ্রে ১৮৯ আরোহী নিয়ে বিধ্বস্ত লায়ন এয়ারের পাইলট ছিলেন তিনি। তার বাবা-মা এখনো থাকেন নয়া দিল্লির বাড়িতে। লায়ন এয়ার বিমান সংস্থায় সাত বছর আট মাস দায়িত্ব পালন করছিলেন ক্যাপ্টেন সুনেজা। লায়ন এয়ারে যোগ দেয়ার আগে তিনি এমিরেটসের বোয়িং ৭৩৭-এর একজন ট্রেইনি ছিলেন চার মাসের জন্য। নয়া দিল্লির আহলকোন পাবলিক স্কুল থেকে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। তারপর বেল এয়ার পাইলট প্রশিক্ষণ ও ফ্লাইট বিষয়ক স্কুলে পাইলটিং নিয়ে পড়াশোনা করেন।
সুনেজার চাচাত ভাই কপিশ গান্ধি বলেন, নিজের পেশাকে খুব ভালোবাসতেন সুনেজা। এটাতে তার খুবই আগ্রহ ছিল। আমরা সকালে টেলিভিশনে বিমান বিধ্বস্তের খবর পেয়েছি। এটা বিশ্বাস করতে পারছি না। পাইলট ভায়ি সুনেজা এর আগে অন্তত ৬ হাজার ঘণ্টা বিমান উড়িয়েছেন বলে লায়ন এয়ারের মুখপাত্র জানিয়েছেন।
সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, পাইলট ভব্য সুনেজার বাবা-মা সকালেই বিমান বিধ্বস্তের খবর শুনেছেন। সোমবার রাতে ইন্দোনেশিয়ায় যাওয়ার জন্য বিমানের টিকিট করেছেন তারা। মাত্র দুই বছর আগে বিয়ে করেছিলেন পাইলট ভব্য সুনেজা। স্ত্রীকে নিয়ে জাকার্তায় থাকতেন তিনি। সূত্র: নিউজ স্টার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।