পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংলাপের আমন্ত্রণ জানিয়ে ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টুকে টেলিফোন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে টেলিফোনে তিনি জানান, গণভবনে ওই সংলাপ হবে। এতে ঐক্যফ্রন্টের কতোজন প্রতিনিধি অংশ নেবেন। জবাবে মন্টু জানিয়েছেন, ১৫ থেকে ২০ জন হতে পারেন। সংলাপের তারিখ চ‚ড়ান্ত না হলেও বুধবার হতে পারে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। সংলাপের আহবান জানিয়ে রোববার ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীকে চিঠি দেন। এ আহবানে সাড়া দিয়ে সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। দলের এ সিদ্ধান্ত জানানোর পরই রাতেই টেলিফোনে তিনি সংলাপের আমন্ত্রণ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।