Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্কিং গ্রুপের সদস্যরা যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

আজ ঢাকায় বৈঠক

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার জট খুলতে আলোচনায় বসছে দুই দেশ। আজ মঙ্গলবার বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আওতায় ঢাকায় হবে সেই আলোচনা। বৈঠকে উভয় দেশের পররাষ্ট্র সচিব নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের মাঠ পর্যায়ের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানতে চাইবে বাংলাদেশ। একই সঙ্গে ভেরিফাইড বা মিয়ানমারের গ্রিন সিগন্যাল পাওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রস্তুতির কথাও জানাবে ঢাকা। বৈঠকের পর আগামীকাল বুধবার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। তারা বাস্তুচ্যুতদের সঙ্গে কথাও বলবেন। এটি হবে গ্রুপের সদস্যদের প্রথম ক্যাম্প পরিদর্শন যাত্রা।
কূটনৈতিক সূত্র জানায়, বিরোধী রাজনৈতিক নেতাদের সমালোচনার কারণে সরকারের তরফে ৩০ অক্টোবরের বৈঠকে মিয়ানমারের কাছ থেকে প্রত্যাবাসনের একটি সুনির্দিষ্ট সময়ক্ষণ আদায়ের চেষ্টা রয়েছে। দোরগোড়ায় থাকা জাতীয় সংসদ নির্বাচনের আগে যাচাইকৃত (ভেরিফায়েড) রোহিঙ্গাদের মধ্য থেকে অন্তত একটি ব্যাচে (প্রথম ব্যাচ) কিছু লোককে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা শুরু করতে চায় বাংলাদেশ। তবে সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য বা আগাম প্রতিক্রিয়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, একাদশ জাতীয় নির্বাচনের আগে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রথম ব্যাচের প্রত্যাবাসন শুরু করা জটিল, তবুও সরকার এটি আদায়েই সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ