Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এটা ফরমায়েশি রায়

-ব্যারিস্টার তাসমিয়া প্রধান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জাগপা’র ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি’ মামলাসহ সকল মিথ্যা মামলার ফরমায়েশী রায়গুলো জালিমশাহীর বেঁচে থাকার শেষ ইচ্ছার প্রতিফলন। আমরা এই ফরমায়েশী রায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাই। গতকাল সোমবার রাজধানীর আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা’র কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ক্ষোভ ও প্রতিবাদ জানান।

তাসমিয়া প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার প্রধানকে হুশিয়ার করে বলছি, মনে রাখবেন দেশনেত্রী খালেদা জিয়া তো এখন কারাগারে, কিন্তু আপনার শেষ ঠিকানা কোথায় হবে সেটা বাংলার মানুষ কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবে। আফসোস, আপনি প্রধানমন্ত্রী মানবতার শব্দটিকেও স্পর্শ করতে পারলেন না।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতেই হবে উল্লেখ করে তিনি আরো বলেন, নিস্প্রাণ গণতন্ত্রের প্রাণপুরুষ, তারুণ্যের অহংকার তারেক রহমানকেও আপনারা টার্গেট করেছেন। গণতন্ত্রকে লাশ বানিয়েছেন। গুম-খুন ও গায়েবী মামলার দীর্ঘ সারি। মনে রাখবেন, অচিরেই আপনাদের শেষ ঠিকানা হবে কারাগার।

জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সহ সভাপতি খন্দকার আবিদুর রহমান, আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, মাস্টার এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, আওলাদ হোসেন শিল্পী, বেলায়েত হোসেন মোড়ল, জাগপার রাজনৈতিক মুখপাত্র ও নির্বাহী কমিটির সদস্য রাশেদ প্রধান, জাগপার সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, সহ সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, সালাম চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ