Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই প্রযোজনা নিয়ে জাপান যাচ্ছে স্বপ্নদল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জাপানের সর্ববৃহ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ফেস্টিভ্যাল টোকিও ২০১৮’-এর আমন্ত্রণে ‘ত্রিংশ শতাব্দী’-র দু’টি প্রদর্শনী এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে ‘হেলেন কেলার’-এর একটি প্রদর্শনী মঞ্চায়নের জন্য জাপান যাচ্ছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদল। ‘ফেস্টিভ্যাল টোকিও ২০১৮’-এ স্বনামখ্যাত টোকিও মেট্রোপলিটন থিয়েটারের ‘থিয়েটার ওয়েস্ট’ মিলনায়তনে ৩ ও ৪ নভেম্বর দলটির যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র প্রদর্শনী এবং ৫ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের ‘বঙ্গবন্ধু মিলনায়তন’-এ আমন্ত্রিত অতিথিদের জন্য মনোড্রামা ‘হেলেন কেলার’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘বাদল সরকারের মূলরচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা এবং একই সঙ্গে অপূর্ব কুমার কুণ্ডু-র রচনা থেকে ‘হেলেন কেলার’-র্এ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। দূতাবাসে ‘হেলেন কেলার’ প্রদর্শনীেেত সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের নেতৃত্বে জাপান নাট্যভ্রমণের জন্য নির্বাচিত মোট ১৩ জন সদস্য হলেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, সোনালী রহমান, অর্ক অপু, নিসর্গ শবনম, অনিন্দ্য অন্তরিক্ষ, সুমাইয়া আক্তার ও জাহিদ রিপন। আগামী ৩০ অক্টোবর স্বপ্নদল জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ৭ নভেম্বর ঢাকা ফিরবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্নদল

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ