Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর মুখ বুজে থাকব না -কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ৩:০১ পিএম

৭৫-এ বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যুদ্ধের জাতীয় মুক্তি বাহিনীর যোদ্ধাদের স্বীকৃতি দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তা না হলে আর সহ্য করা হবে না।

আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘৭৫-এ বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যোদ্ধাদের’ এক মিলনমেলায় তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যোদ্ধাদের জাতীয় স্বীকৃতি দিতে হবে। তা না দেয়া হলে আর সহ্য করা হবে না। আর মুখ বুজেও থাকব না।’

তিনি বলেন, ‘হয় এসব যোদ্ধাদের জাতীয় ও রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে হবে, না হলে বলতে হবে এসব যোদ্ধারা ভুল করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদের জেলেও ঢোকাতে হবে। তখন আমরা বলতে পারব, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে জেলে গেলাম- শাস্তি পেয়েছি।’

এ মিলনমেলায় উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী ও ছোট ভাই বাবুল সিদ্দিকী।

 



 

Show all comments
  • ২৮ অক্টোবর, ২০১৮, ৭:১৪ পিএম says : 0
    Right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের সিদ্দিকী

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ