বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ৬টি আঞ্চলিক কেন্দ্রেও শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুণ-অর-রশিদ। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদানকালে তিনি এ কথা বলেন। হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার মানোন্নয়নে যোগ্য শিক্ষক নিয়োগ ও শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমানে কেন্দ্রীয়ভাবে গাজীপুর থেকে প্রতিমাসে তিনটি বিষয়ে গড়ে ১২০ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন। দেশের বিভাগীয় শহরে ৬টি আঞ্চলিক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের অনেক কার্য বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নিজস্ব জমিতে প্রয়োজনীয় অবকাঠামোসহ এ সব আঞ্চলিক কেন্দ্র যাতে স্থায়ীভাবে গড়ে তোলা যায় সে লক্ষ্যে ডিপিপি প্রস্তুত করে সরকারের নিকট জমা দেয়া হয়েছে এবং তা একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। এ ৬টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার পর গাজীপুরের পাশাপাশি সে সব কেন্দ্রেও কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা আরো গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে।” রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিষয়ে ৭২ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।