নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-জিম্বাবুয়ে, ৩য় ওয়ানডে
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
টস : বাংলাদেশ
জিম্বাবুয়ে ইনিংস রান বল ৪ ৬
মাসাকাদজা বোল্ড রনি ২ ১০ ০ ০
ঝুয়াও বোল্ড সাইফউদ্দিন ০ ৩ ০ ০
টেলর ক মুশফিক ব অপু ৭৫ ৭২ ৮ ৩
উইলিয়ামস অপরাজিত ১২৯ ১৪৩ ১০ ১
সিকান্দার ক সৌম্য ব অপু ৪০ ৫১ ২ ১
মুর রানআউট (আরিফুল) ২৮ ২১ ০ ২
চিগুম্বুরা অপরাজিত ১ ১ ০ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৫, নো ১, ও ১) ১১
মোট (৫ উইকেট, ৫০ ওভারে) ২৮৬
উইকেট পতন : ১-৬ (ঝুয়াও), ২-৬ (মাসাকাদজা), ৩-১৩৮ (টেলর), ৪-২২২ (সিকান্দার), ৫-২৮৪ (মুর)।
বোলিং : রনি ৯-১-৩৯-১, সাইফউদ্দিন ১০-২-৫১-১, আরিফুল ৩-০-১৭-০, মাশরাফি ৮-০-৫৬-০, সৌম্য ২-০-১৬-০, অপু ৮-০-৫৮-২, মাহমুদউল্লাহ ১০-০-৪০-০।
বাংলাদেশ ইনিংস
লিটন দাস এলবিডব্লিউ ব জার্ভিস ০ ১ ০ ০
ইমরুল ক চিগুম্বুরা ব ডব্লিই মাসাকাদজা ১১৫ ১১২ ১০ ২
সৌম্য ক তিরিপানো ব মাসাকাদজা ১১৭ ৯২ ৯ ৬
মুশফিক অপরাজিত ২৮ ৩৯ ১ ১
মিথুন অপরাজিত ৭ ১১ ১ ০
অতিরিক্ত (নো ২, ও ১৯) ২১
মোট (৪২.১ ওভার, ৩ উইকেট) ২৮৮
উইকেট পতন : ১-০ (লিটন দাস), ২-২২০ (সৌম্য), ৩-২৭৪ (ইমরুল)।
বোলিং : জার্ভিস ৬-০-৪৭-১, নাগারাভা ৫-০-৪৪-০, তিরিপানো ৪-০-৩৩-০, রাজা ১০-০-৪৭-০, ডব্লিউ মাসাকাদজা ১০-০-৭১-১, উইলিয়ামস ৬.১-০-৪৩-০, মাসাকাদজা ১-০-৩-১।
ফল : বাংলাদেশ ৭ উইকেট জয়ী।
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩-০তে জয়ী।
ম্যাচসেরা : সৌম্য সরকার
সিরিজ সেরা : ইমরুল কায়েস
সিরিজের সেরা ৫
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
ইমরুল কায়েস ৩ ৩ ৩৪৯ ১৪৪ ১১৬.৩৩ ২/১
শেন উইলিয়ামস ৩ ৩ ২২৬ ১২৯* ২২৬.০০ ১/১
ব্রান্ডন টেলর ৩ ৩ ১৫৫ ৭৫ ৫১.৬৬ ০/২
সৌম্য সরকার ১ ১ ১১৭ ১১৭ ১১৭.০০ ১/-
সিকন্দার রাজা ৩ ৩ ৯৬ ৪৯ ৩২.০০ ০/০
বোলার ম্যাচ ইনিংস ওভার উইকেট সেরা গড়
কাইল জার্ভিস ৩ ৩ ২৪ ৫ ৪/৩৮ ২৩.০০
মেহেদী মিরাজ ২ ২ ১৭ ৪ ৩/৪৬ ২২.৭৫
মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ৩ ২৭ ৪ ৩/৪৫ ৩১.২৫
নাজমুল ইসলাম ৩ ৩ ২৬ ৪ ২/৩৮ ৩৪.৭৫
টেন্ডাই চাতারা ২ ২ ১৭ ৩ ৩/৫৫ ৩৪.৩৩
দলীয় সর্বোচ্চ : ২৮৮/৩ (বাংলাদেশ)
দলীয় সর্বনিম্ন : ২৪৩/৯ (জিম্বাবুয়ে)
ব্যাক্তিগত সর্বোচ্চ : ১৪৪ (ইমরুল কায়েস)
সেরা বোলিং : ৪/৩৭ (কাইল জার্ভিস)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।