Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারত আন্তরিক

কক্সবাজারে হর্ষ বর্ধন শ্রিংলা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারত সরকার আন্তরিক বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। গতকাল শুক্রবার কক্সবাজার পুজা উদযাপন পরিষদ এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
ভারতীয় হাই কমিশনার বলেন, মিয়ানমার থেকে কক্সবাজারে অনেক হিন্দু শরণার্থী আশ্রয় নিয়েছে তাদেরও নিরাপদে প্রত্যাবাসনের ব্যাপারেও ভারত সরকার ভূমিকা পালন করবে। ভারতের বিদেশ মন্ত্রীসহ অন্যান্য নেতারাও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে উৎখাত মানুষের নিরাপদ, দ্রুত ও টেকসইভাবে যাতে ফেরত পাঠাতে পারে সে লক্ষ্যে বাংলাদেশের পাশে থেকে কাজ করবে যাবে।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতের সেনারা একসাথে যুদ্ধে অংশ নিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা রক্ত দিয়েছিলো। আর সেটাই ছিলো ভারতের জন্য গর্বের বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ভারত বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সর্ম্পকের বীজ বপন করে গেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আরও দৃঢ় হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশের সভাপত্বি অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারত হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি রাজেশ উইকি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহিদুর রহমান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, চকরিয়ার পৌর মেয়র আলমগীর চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ