Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা লিট ফেস্টে আসবেন মনিষা কৈরালা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকায় আসছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মনিষা কৈরালা। আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমিতে আয়োজিত হবে সাহিত্যের অন্যতম আন্তর্জাতিক আসর ঢাকা লিট ফেস্ট। উৎসবে যোগ দিতে আসবেন তিনি। আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসবে তার আসার কারণ- নিজের জীবনের গল্প বলা। তার অভিনয় জীবনের গল্প ছাড়াও তিনি তুলে ধরবেন ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক মানবিক গল্প। সম্প্রতি মনীষা কৈরালা এ সংক্রান্ত বিষয় নিয়ে তার জীবনের প্রথম গ্রন্থ দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনে অংশ নেবেন বলেও আয়োজক সূত্র নিশ্চিত করেছে। এ ছাড়া এবারের উৎসবে বিশ্বের অনেক নামজাদা সাহিত্যিকের সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের নারীবাদী লেখক ও অভিনেত্রী নন্দিতা দাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনিষা কৈরালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ