প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় টেলিভিশনে কাজ করে যাচ্ছেন সায়ন্তনি ঘোষ। তিনি জানিয়েছেন এই মাধ্যম নিয়েই তিনি সন্তুষ্ট আছে এবং আপাতত বলিউডে পা রাখবার কোনও পরিকল্পনা নেই তার। “আমার ঠিকানা হল টেলিভিশন, এটাই আমার পরিচয়। আমি একটি বা দুটি টিভি সিরিয়ালের নায়িকা হবার জন্য এখানে নাম লেখাইনি... আমি দেখতে পাই ৫২ বছর বয়সেও আমি টিভিতে অভিনয় করছি,” নতুন পুরাণভিত্তিক সিরিয়াল ‘কর্ণ সঙ্গিনী’র প্রচার কার্যক্রমের এক অংশে সায়ন্তনি বলেন। তিনি বলিউডে কাজ করার সম্ভাবনাকে তার তালিকা থেকে বাদ দেননি এবং জানান, একজন অভিনয়শিল্পীর জন্য মাধ্যম কোনও বিষয় নয়। “এই মুহূর্তে আমি বলিউডে কাজ শুরু করার কোনও পরিকল্পনা করিনি। এটা ঘটলে স্বাভাবিক ধারায়ই ঘটবে, অবশ্যই আমার হিন্দি ফিল্মে কাজ করতে ভাল লাগবে। তবে এখন আমার পুরো মনোযোগ টেলিভিশনে আর চলতি প্রজেক্টেই আমি পুরো মনোনিবেশ করতে চাই,” তিনি বলেন। বলিউডে সাফল্য পেয়েছেন এমন টিভি তারকাদেরও প্রশংসা করেন সায়ন্তনি, তিনি বলেন, “মৌনী রায়কে দেখুন, বলিউডে দারুণ কাজ করছেন তিনি। টিভি থেকে বড় পর্দায় গিয়ে অনেক শিল্পীই প্রশংসনীয় কাজ করছেন, আমি তাদের নিয়ে গর্বিত।” ২৪ অক্টোবর থেকে ‘কর্ণ সঙ্গিনী’ স্টার প্লাস চ্যানেলে দেখান হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।