Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ নভেম্বর প্রিমিয়ার ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৫৫ পিএম

সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল ওয়ালটন ফেডারেশন কাপের মধ্যদিয়ে মাঠে গড়াচ্ছে নতুন ফুটবল মৌসুম। এ আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩টি ক্লাব অংশ নেবে। দলগুলো চার গ্রæপে ভাগ হয়ে খেলবে। ফেডারেশন কাপের খেলা শেষ হবে ২৫ নভেম্বর। এরপরই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ এ আসর শুরুর সম্ভাব্য তারিখ ৩০ নভেম্বর। এমটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি। গতকাল বাফুফে ভবনে ফেডারেশন কাপের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রæপের কর্মকতা এফএম ইকবাল বিন আনোয়ার ডন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং বাফুফের সদস্য জাকির হোসেন। সালাম মুর্শেদী বলেন,‘আমরা দেরি করতে চাই না। ফেডারেশন কাপ শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যেই আমরা লিগের খেলা শুরু করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছি। মোদ্দাকথা নভেম্বরের শেষ সপ্তাহেই মাঠে গড়াবে বিপিএল।’

এএফসি কাপে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি এএফসি ক্লাব কাপের মূলপর্বে খেলতো আর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল খেলতো বাছাই পর্বে। এবার লিগ দেরিতে শুরু হওয়ায় ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলই কেবল খেলবে এএফসি ক্লাব কাপে। যেহেতু একটি দলই খেলবে, তাই মূলপর্বেই খেলার সুযোগ পাবে দলটি।’

এবারের ফেডারেশন কাপে টিকিটের মূল্য ধরা হয়েছে ভিআইপি ৫০ এবং গ্যালারি ২০ টাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। ওয়ালটন ফেডারেশন কাপের ‘এ’ গ্রæপে খেলবে- বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ‘বি’ গ্রæপের দলগুলো হলো- সাইফ স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। ‘সি’ গ্রæপে খেলছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এবং ‘ডি’ গ্রæপে আছে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, নবাগত বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ