Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাদশ হোয়াইটওয়াশ উদযাপনের হাতছানি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৫৪ পিএম

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হেসেখেলেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। গতপরশু চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের দ্বিতীয় ওয়ানডে জিতে আরেকটি হোয়াইটওয়াশ উদযাপনের সামনে মাশরাফি বিন মুর্তজার দল। ওয়ানডেতে ক্রমেই শক্তিশালী হয়ে উঠা টাইগারদের এটি ২৩তম ওয়ানডে সিরিজ জয়। প্রথম জয়টা এসেছিল সেই ২০০৫ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর টাইগাররা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্ট দলগুলোকে। জিম্বাবুয়েকে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হারিয়ে ২৩তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে দুই বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। দেশের মাটিতে এটি বাংলাদেশের ১৮তম সিরিজ জয়। এছাড়া দেশের বাইরে জিতেছে আরও ৫টি ওয়ানেড সিরিজ। যার মধ্যে হোয়াইটওয়াশের উল্লাসে মেতেছে বাংলাদেশ ১০বার (একটি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ