Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফা র‌্যাঙ্কিং শীর্ষ দশে নেই আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৫২ পিএম

 

গত মাসে ফিফা ঘোষিত ফুটবলের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মত যৌথভাবে শীর্ষে আসে বেলজিয়াম ও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তবে গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফ্রান্সকে দুইয়ে নামিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেছে বেলজিয়াম। তিনে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রেয়াশিয়া রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরেই। তবে বিষ্ময়ের ব্যাপার হলো, শীর্ষ দশেও জায়গা হয়নি আর্জেন্টিনার।
কিছুদিন আগে আন্তর্জাতিক বিরতিতে খেলা ম্যাচগুলো এই র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। তালিকায় উরুগুয়েকে ছয়ে ঠেলে পাঁচে উঠে এসেছে ইংল্যান্ড। আগের মত এর পরেই শীর্ষ দশে আছে পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। ১১ নম্বরে কলম্বিয়া। এর পরেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান।
এক ধাপ অবনমন হয়ে তালিকার ১৯৪তম অবস্থানে শোভা পাচ্ছে লাল-সবুজের বাংলাদেশের পতাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ