রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়নের দুটি গ্রামের মানুষকে এক বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তির বন্ধনের’ উদ্যেগে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে নির্মাণ করে দেওয়া হয়েছে একটি কাঠের সেতুর। মঙ্গলবার দুপুরে সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাঁচপাড়া ও বেহেত্তুরি গ্রামের মাঝ খান দিয়ে বয়ে গেছে চাপিলা খাল। প্রায় ৩২ফুট প্রস্থের খালটি পেরিয়ে চলাচল করে দুই গ্রামের মানুষ। খালটির দুই পাশে সনাতন ধর্মবলম্বীদের শ্রীধর আশ্রম রয়েছে। রয়েছে চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেহেত্তুরী নুরানীয়া হাফিজিয়া মাদ্রসা। প্রতিদিন বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটতে হয় গ্রামের ছোট্ট শিশুদের। শ্রীধর আশ্রমে এ অঞ্চলের পূর্ণ্যার্থীরা ছুটে যান বাঁশের সাঁকো দিয়ে। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করায় প্রায় শিশুরা নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। তবুও নিত্যদিন ছুটে চলতে হয় বাঁশের সাঁকো দিয়ে। স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি দেখে তাদের জন্য কিছু করার পরিকল্পনা নেয় স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিরবন্ধনের কর্মীরা। দিনরাত পরিশ্রম করে বাঁশের সাঁকোর স্থলে একটি কাঁঠের সেতু নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী যুবকরা।
মঙ্গলবার প্রায় ৫০ হাজার টাকা ব্যায়ে কাঁঠের সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এ সময় শিশু ও নানাবয়সী শতাধীক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সেতুটির নাম দেওয়া হয়েছে প্রকৌশলী রাসেল সেতু। সৌদী আরব প্রবাসী প্রকৌশলী রাসেল ২০১৬ সালে দুর্বৃত্তের হাতে খুন হন। প্রয়াত রাসেলকে স্মরণ রাখতে সেতুটি তার নামে নামকরণ করা হয়েছে।
মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো. আজহারুল ইসলাম পলাশ বলেন, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করতো। বিষয়টি তাদের নজরে আসার পর অর্থসংগ্রহ করে একটি মজবুত কাঠের সাঁকো নির্মাণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।