Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ছিন্নবিচ্ছিন্ন লাশ মিলল না.গঞ্জে সড়কে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৫৩ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামসংলগ্ন পুলিশ চেকপোস্টের দুই শ গজের মধ্যে জালকুড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গত সাত দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কের পাশ থেকে সাতটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে গত রোববার আড়াইহাজার উপজেলায় রাস্তার পাশ থেকে চার যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, এটি হত্যা না দুর্ঘটনা লাশ দেখে বোঝার উপায় নেই। লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করার ফলে আমরা কিছুই ধারণা করতে পারছি না। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, যানবাহনের চাকায় পিষ্ট হয়ে লাশটির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। সড়কের প্রায় ২০ গজ এলাকাজুড়ে মানবদেহের ছোট ছোট অংশ ছড়ানো-ছিটানো ছিল। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে এটা মধ্যবয়সী কোনো পুরুষের লাশ। বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে হয়তো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই ব্যক্তি। তবে লাশ উদ্ধারের সময় তার সঙ্গে কোনো পোশাক কিংবা অন্য কোনো বস্তু পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ সাংবাদিকদের জানান, এটা দুর্ঘটনা বলে মনে হয় না। দুর্ঘটনা হলে তো নিহত ব্যক্তির অন্তত পোশাক থাকত। হত্যার পর লাশ এভাবে ফেলে রেখে যাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ