Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্য ফ্রন্টের কোন ভিত্তি নেই -সেতু মন্ত্রী

ঐক্য ফ্রন্টের কোন ভিত্তি নেই -সেতু মন্ত্রী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ৩:০৬ পিএম
বিএনপি এখন বাংলাদেশে নালিশ পার্টি ও খুনি দলে পরিণত হয়েছে। এই দলের প্রতি দেশের মানুষের কোন আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে তিনি সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস জঙ্গীবাদ ও ঐক্য ফ্রন্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক নির্বাচনী গণ সংযোগ ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বিল বোর্ড ও ব্যানার ফেষ্টুন দেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হবে না। নেতাদের যোগ্যতা দেখে মনোনয়ন দেয়া হবে। বিএনপি দেশে অসুস্থ ধারার রাজনীতি করার জন্য অসুস্থ মানুষের সাথে ঐক্য ফ্রন্ট করেছে। এই ঐক্য ফ্রন্টের কোন ভিত্তি নেই। দেশের মানুষ আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।
 
মন্ত্রী আরও বলেন খালেদা জিয়াকে মাইনাস করতেই বিএনপি কামাল হোসেনের সাথে ঐক্য করেছে। বিএনপি ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জাড়িত। মন্ত্রী আরও বলেন আওয়ামী লীগে কোন বিভেদ নেই। সবাই এক সাথে নির্বাচন উপলক্ষে কাজ করবে । আগামী নির্বাচন উপলক্ষে বিএনপি দেশে কোন অবৈধ আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী। পথ সভা এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম,ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,ধামরাইয়ের সংসদ সদস্য এম এ মালেক,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ আরও অনেকে। 


 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৫ অক্টোবর, ২০১৮, ৭:০১ পিএম says : 0
    .......................আল্লাহ্‌ আমাদের দেশের রাজনীতিবিদদেরকে দেশের প্রতি শ্রদ্ধা এবং জনগণকে ভালবাসার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • Shanna ২৯ অক্টোবর, ২০১৮, ৪:০৫ এএম says : 0
    It’s perfect time to make some plans for the future and it is time to be happy.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ