Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নড়াইলে র‌্যালি

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা
‘গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ আবুল বাশার মুন্সির সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমাস হোসেন মৃধা, সিভিল সার্জন ডাঃ তারেক মোহাম্মদ শফি, জেলা আইনজীবী সমিতির সভাপতি সোহরাব হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক হেমায়েত উল্লাহ হিরু, পিপি ইমদাদুল ইসলাম ও জিপি অচিন চক্রবর্তী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইলে র‌্যালি

২৯ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ