Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ নভেম্বর তফসিল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

আগামী ৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। ওই দিন নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে এই তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে দেওয়া প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য বিটিভির মহাপরিচালকের কাছে ইসি দফতর থেকে চিঠিও পাঠানো হয়েছে। ইসির একাধিক একাধিক সূত্র ৪ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ইসির একজন কর্মকর্তা বলেন, আগামী ৪ নভেম্বর ইসির কমিশন সভা রয়েছে। তবে ওই দিন কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করা হবে কিনা, তা আমার জানা নেই। এ বিষয়ে কমিশন সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তার আগে প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে। সাক্ষাতের পর একটি কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করা হবে।
ইসি সচিব আরও বলেন, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগেও অরেকটি কমিশন সভা অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, আগামী ১ নভেম্বর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে আগামী ৪ নভেম্বর ইসির কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই দিনই সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা আগামী ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ওই সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ওই সভায় ১২টি আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভোটকেন্দ্র স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার, পার্বত্য চট্টগ্রাম/দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন, ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়া, দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগে সহায়তা, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ ইত্যাদি

ইসির প্রস্তুতিমূলক এই সভার পরদিন ১ নভেম্বর বিকেল ৪টায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। সাক্ষাতে প্রেসিডেন্টকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে অবহিত করবেন তারা। কমিশন সূত্রগুলো বলছেন, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর ২ ও ৩ নভেম্বর সরকারি ছুটি থাকায় ৪ নভেম্বর কমিশন সভার পর তফসিল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবরের পর ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ