Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবিরকর্মী সন্দেহে গ্রেফতার

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে মামুন ওরফে ফরহাদ মুন্সী (৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মধ্য হিরণ গ্রামের মনিরুদ্দিন মুন্সীর ছেলে। বুধবার রাতে কোটালীপাড়ার থানার এসআই রনি কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে একজনকে গ্রেফতার করে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
ইয়াবাসহ গ্রেফতার ২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইয়াবা বিক্রেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কোটালীপাড়া থানার এসআই রনি কুমার সাহা ও এএসআই গফুর জরুরি অভিযান চালিয়ে উপজেলার শেখ লুৎফর রহমান সরকারী আদর্শ কলেজ মাঠ সংলগ্ন থেকে সাব্বির সরদার ও সন্দেহজনক হিসেবে বাবুল মোল্লাকে গ্রেফতার করে। এ সময় সাব্বির সরদারের মুখের ভিতর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাব্বির ডহরপাড়া গ্রামের ফরিদ সরদারের ছেলে ও বাবুল মোল্লা দক্ষিণ হিরণ গ্রামের ছাকেন মোল্লার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবিরকর্মী সন্দেহে গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ